ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ ২৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে নদীপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে রো-রো ফেরি শাহ পরান, রো-রো ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগার। একই সঙ্গে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।
এতে করে উভয় ঘাটে শত শত যাত্রী ও যানবাহনের চালক আটকা পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।বর্তমানে দৌলতদিয়া প্রান্তে মোট পাঁচটি ফেরি অবস্থান করছে। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।









