ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, ধাওয়াপারা-নাজিরগঞ্জ এবং আরিচা-কাজিরহাট এই ৩টি নৌরুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ ৪ জানুয়ারি শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ঘন কুয়াশার কারণে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে।
মূলত, ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।









