ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ ২৫ জানুয়ারি শনিবার মধ্যরাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই দুই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে ৭৬টি যানবাহনসহ ছোট-বড় ৪টি ফেরি আটকা পড়ে। এছাড়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা ছিল।
সকাল ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।









