সাভারের আশুলিয়ায সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারী শ্রমিককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে আশুলিয়ার তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এর আগে, ভোর রাত ৩টার দিকে কারখানা থেকে বের হওয়ার সময় ৩ নারী শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত নারী শ্রমিক সুবর্ণা আক্তারের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ বলে জানা গেছে। তিনি বাড়ইপাড়া এলাকায় স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় ফিনিশিং কিউসি পদে চাকরি করতেন। আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা একই কারখানার শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে বলেন, কোন শ্রমিকের কখন ছুটি হবে তা জানা যায় না। কখনও রাত দুইটায় আবার কখনও তিনটায় ছুটি দেয়া হয়। কখনও দুইজন শ্রমিককে আবার কখনো পাঁচ জন শ্রমিককে ছুটি দেয়া হয়। এগুলো কারখানার বেশ কয়েকজন কর্মকর্তার গাফিলতির কারণে হচ্ছে। তাদের চাকরিচ্যুত করার দাবি জানান শ্রমিকরা।
এদিকে, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।









