মেক্সিকোতে পুরুষ চালকের হয়রানি থেকে মুক্তি পেতে নারীচালিত রাইডশেয়ারে ঝুঁকছেন নারী যাত্রীরা। দেশটিতে নারী পরিচালিত রাইডশেয়ার সেবা ‘আমর এস’ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
২৯ বছর বয়সী কারিনা আলবা এই রাইডশেয়ার সেবা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তার নেটওয়ার্কে ২০ জন নারী চালক কাজ করছেন। বছরে দুই হাজারেরও বেশি নারী যাত্রীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করছে এই অ্যাপটি।
বিশেষজ্ঞরা বলছেন, মেক্সিকোতে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় নারীরা বিকল্প নিরাপদ পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছেন।
সম্প্রতি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিজেও এক মাতাল ব্যক্তির হয়রানির শিকার হয়েছেন। তিনি সব রাজ্যে যৌন হয়রানিকে অপরাধ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মেক্সিকোতে ৬১ হাজার ৭১৩টি যৌন অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৮ হাজার ৭০৪টি মামলা যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বদলাতে নারীদের জন্য এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।









