ভারতে নয়াদিল্লিতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তালেবান সরকারের সদস্য মুতাক্কি বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত সফরে আসেন এবং শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সময় জয়শঙ্কর ঘোষণা করেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসে উন্নীত করা হবে, যা আফগান পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান।
জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতের টেকনিক্যাল মিশন এখন থেকে দূতাবাস হিসেবে কাজ করবে।
তবে দুপুরে আফগান দূতাবাসে মুতাক্কির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। এনডিটিভির পক্ষ থেকে বিষয়টি দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তোলা হলে তারা কোনো সাড়া দেননি।
এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বহু সাংবাদিক। তারা উল্লেখ করেন, উপস্থিত সব নারী সাংবাদিক পোশাকবিধি মেনে এসেছিলেন। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে মুতাক্কি দাবি করেন, আফগানিস্তানের ভূখণ্ডে লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনের কোনো উপস্থিতি নেই। একইসঙ্গে তিনি পাকিস্তানকেও এমন সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান।
তিনি বলেন, তাদের কেউই আফগানিস্তানে নেই। দেশের এক ইঞ্চি ভূমিও তাদের নিয়ন্ত্রণে নয় শান্তির জন্য অন্য দেশগুলোও যেন এমন সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়।
সাম্প্রতিক এক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মুতাক্কি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় কারও আপত্তি থাকা উচিত নয়।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। আমরা পারস্পরিক সম্মান, বাণিজ্য ও জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।









