নিউইয়র্ক সিটির সাবওয়েতে ভ্রমণের সময় অন্য একজনের কাঁধে ঘুমিয়ে পড়লে ওই ঘুমিয়ে পড়া যাত্রীকে মেরে অজ্ঞান করে দিয়েছে আরেক যাত্রী।
এনডিটিভি জানিয়েছে, কাঁধে ঘুমিয়ে পড়লে ওই যাত্রীকে মেরে অজ্ঞান করে দেয় আরেকজন। এই ঘটনার পর কয়েকজন যাত্রী এগিয়ে এলে তাদের সাথেও মারামারিতে লিপ্ত হয় ওই আক্রমণকারী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আক্রমণকারী তার সামনে বসা একজন যাত্রীর সাথে চিৎকার করে কথা বলছেন। এর কিছুক্ষণ পর তিনি তার পাশে বসা ওই ঘুমন্ত যাত্রীর সাথে তর্ক করতে থাকেন।
এই সময় আক্রমণকারী বলেন, আমি তোমার ভাষায় কথা বলি এবং আমি জানি তুমি কে। অন্য কোথাও ঘুমোতে যাও, চুপ কর। এরপর ওই ঘুমন্ত যাত্রী তাকে কিছু বলতে গেলে আক্রমণকারী উত্তেজিত হয়ে পড়ে এবং ওই ব্যক্তির মুখে তার কনুই দিয়ে একাধিকবার আঘাত করে।
আঘাতের পর ওই ঘুমন্ত যাত্রী কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যায়। এরপর বিপরীত দিকে বসা আরেক জন্য যাত্রী উঠে এলে তার সাথেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে আক্রমণকারী।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি ফরেস্ট হিলসের ৭১ তম অ্যাভিনিউ স্টপে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, লড়াইটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ ট্রেনটি স্টেশনে পৌঁছালে হামলার শিকার ব্যক্তিটি ট্রেন থেকে নেমে যান।
হামলাকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।







