চেলসি ও এসি মিলানে হতাশাজনক মৌসুম কাটানোর পর ইউরোপ ছাড়লেন জোয়াও ফেলিক্স। পর্তুগিজ ফরোয়ার্ড নাম লেখালেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সেখানে জাতীয় দল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মাঠ মাতাবেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেলিক্সকে দলে নেয়ার কথা জানায় আল নাসের। ক্লাবটির সঙ্গে ২৫ বর্ষী ফরোয়ার্ডের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে।
২০১৯ সালে বেনফিকা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যান ফেলিক্স। পরে ধারে খেলেন চেলসি ও বার্সেলোনায়। ২০২৪ সালে অ্যাটলেটিকো ছেড়ে চেলসিতে যোগ দেন। ইংলিশ ক্লাবটির হয়ে ১২ ম্যাচ খেলার সুযোগ পান কেবল, গোল করেন একটি। গত মৌসুমের শেষ দিকে ধারে খেলেন এসি মিলানে।
ইতালির ক্লাবটিতেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ফেলিক্স। ১৫ ম্যাচ খেলে করেন ২ গোল। এবার তিনি ইউরোপ ছেড়ে যোগ দিলেন রোনালদোর দলে। ২০১৯ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় ফেলিক্সের। দেশের জার্সিতে ৪৫ ম্যাচে ৯ গোল করেন ২৫ বর্ষী ফরোয়ার্ড।









