ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সেই বসুন্ধরা কিংসের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের অন্যতম সেরা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ গোলশূন্য ড্র করেছে দুদল। এর আগের দেখায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ৪-১ গোলে হেরেছিল মোহামেডান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দু’দল বেশ কয়েকবার সুযোগ পেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় কোন দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস।
গোলশূন্য ড্রয়ে অবশ্য লাভ হয়েছে মোহামেডানের। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘রোড টু ফাইনাল’-এ ওঠার সম্ভাবনা জোরাল করেছে সাদাকালো জার্সিধারীরা। কিছুটা শঙ্কার মেঘ জমেছে কিংসের আকাশে, দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে তারা।
গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের ম্যাচ বাকি আছে আরও দুটি। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ এবং বাংলাদেশ পুলিশ এফসি। দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে আশাবাদী প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
এই গ্রুপ থেকে ভাল সুযোগ আছে মোহামেডানের। তিন খেলায় ৫ পয়েন্ট তাদের ঝুলিতে। শেষ ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ আরামবাগ। ওই ম্যাচ জিতে কোয়ালিফাই করতে আত্মবিশ্বাসী আলফাজ আহমেদের দল।









