ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপে তিন ম্যাচে টানা তিন জয় তুলেছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফেন্ডস সোসাইটি। অন্যদিকে ফেডারেশন কাপ থেকে বাদ পড়ে গেছে মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে হারিয়েছে গ্রুপের শীর্ষে থাকা রহমতগঞ্জ। দিনের অন্য ম্যাচে ফকিরাপুলকে ৩-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। জয়ে এক ম্যাচ হাতে রেখে গ্রুপপর্ব পেরিয়ে এলিমিনেশন পর্ব নিশ্চিত হয়েছে দল দুটির।
চার ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম আবাহনী। তিন ম্যাচ খেলা মোহামেডানেরও বিদায় হয়েছে। তিন ম্যাচে একটিতে জিতেছে সাদাকালোরা এবং পয়েন্ট ৩। পরের ম্যাচ জিতলেও ছয় পয়েন্টে গ্রুপপর্ব পেরোনো সম্ভব নয় দলটির।
কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধের ৩২ মিনিটে গোল করেন রহমতগঞ্জের মিডফিল্ডার অধিনায়ক মোস্তফা কাহরাবা। ৪১ মিনিটে আরও এক গোলের দেখা পায় দলটি, করেন ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। ওই ব্যবধান রেখে বিরতিতে যায় রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে বোয়েটাংকে উঠিয়ে নিয়ে নামানো হয় ফাহিম নূর তোহাকে। ৭১ মিনিটে রহমতগঞ্জের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। পরে আর কোনো গোল করতে পারেনি দুদল মিলে।
দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরাপুলের বিপক্ষে ঢাকা আবাহনী ৩-০ গোলে জিতেছে। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিডফিল্ডার ইয়াসিন। তিন মিনিট পর আবারও গোল করেন ডিফেন্ডার হাসান মুরাদ। আরও তিন মিনিট পর ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি আসে মাহাদির থেকে।









