ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল লিগ চ্যাম্পিয়নরা। শক্তিশালী কিংসের সেই গ্রুপে নেই কঠিন প্রতিরোধ গড়ার মতো দল। ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে খেলবে দলটি।
তবে ১০ দলের ফেডারেশন কাপে জমজমাট লড়াই হবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের পাঁচ দলের মধ্যে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এমএফএস এবং ফকিরাপুল।
‘এ’ গ্রুপে আছে বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে বুধবার ড্র অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের সভপতিত্বে বাফুফের সদ্য নির্বাচিত সদস্যসহ বিভিন্ন সংগঠকরা উপস্থিত ছিলেন। ‘ফেডারেশন কাপ ২০২৪-২৫’র আসর ৩ ডিসেম্বর শুরু হতে চলেছে।
২০২৩-২৪ মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান। ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিংস।









