ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বসেছিল ফেডারেশন কাপের ফাইনাল। ফাইনালে নেমেছিল বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড ঢাকা। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুদল। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। শেষঅবধি আলোকস্বল্পতার কারণে শেষ হয়নি ম্যাচটি, আসেনি ফলাফলও।
ম্যাচের বাকি ১৫ মিনিট অন্যকোনো দিন হবে বলে জানা গেছে। তবে ঠিক কবে হবে ম্যাচের বাকি অংশ তা জানানো হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা বসে ঠিক করবেন বাকি অংশ কবে হবে।
বিরতি থেকে ফেরার পরপরই শুরু হয় কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় স্টেডিয়ামে তৈরি করা অস্থায়ী ডাগআউট। লণ্ডভণ্ড হয়ে যায় প্রেসবক্স। এসময় ফুটবলাররা চলে যান ড্রেসিংরুমে। খেলা দেখতে আসা ময়মনসিংহের ফুটবলপ্রেমীরা নেমে পড়েন স্টেডিয়ামের মূল মাঠে।
নির্ধারিত সময় শেষ হয় ওই ১-১ সমতায়। প্রথমার্ধে গোল করেন বসুন্ধরার লেসকানো। আবাহনীর হয়ে গোল করে সমতা আনেন এমেকা। যোগ করা অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে লাল কার্ড দেখেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম।

১০৫ মিনিটের সময় বিরতির বাঁশি বাজান রেফারি। এরপর দুপক্ষের সাথে আলোচনা করে ম্যাচ বন্ধ করে দেন।









