লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা আলী দেওয়ান সর্দার (৭৫) খুন হয়েছেন।
বুধবার (১১ জুন) রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশীর এক নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরেই ঘাতক পুত্র মো. মামুন (৩৫) পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত। গত ক’দিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। ঈদের আগে জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
বুধবার রাতে এসব নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পিতা আলী দেওয়ান সর্দার এশার নামাজ আদায়ের জন্য ওজুর প্রস্তুতির জন্য টিউবওয়েল এর কাছে গেলে পেছন থেকে ঘাতক পুত্র ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পিতাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকেরা এগিয়ে আসলে ঘাতক পুত্র মামুন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১২ জুন) রাত পৌনে ১২টায় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল জানিয়েছেন, নিহতের শরীরে বেশ কটি ধারালো অস্ত্রের কোপের গভীর ক্ষত রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।
এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ছিলেন। তার বাবা এসব কাজে বাঁধা দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।









