চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে সাকিব হোসেন (২৩) এর ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা আক্তার হোসেন (৫২)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তারা হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের বসবাস করে আসছেন।
নিহত আক্তার হোসেনের ছেলে রাসেল হোসেন জানান, এক সপ্তাহ আগে বাবা আক্তার হোসেনের সাথে সাকিবের স্ত্রীর ঝগড়া হয়। সেদিন সাকিব আক্তার হোসেনকে না পেয়ে বসতঘর ভাঙচুর করে। এরপর রাত সাড়ে ১২টার দিকে আক্তার হোসেনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে সাকিব পালিয়ে যায়। পরে উদ্ধার করে কুমিল্লা নেওয়ার পথে মারা যান আক্তার হোসেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।









