কিশোরগঞ্জের ভৈরবে ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত ঘাতক ছেলে আল আমিনকে (২৬) ঘটনাস্থল থেকেই আটক করেছে।
রোববার ২২ জুন গভীর রাতে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারে আর কেউ না থাকায় হাফিজ উদ্দিন ছেলেকে নিয়ে ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউসের জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার রাতে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ পেয়ে তারা ডাকাডাকি করেন।
সাড়া না পেয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে হাফিজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মাথায় বঁটির আঘাতের চিহ্ন ছিল।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এহসানুল কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









