ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে কোনো ব্যক্তির ওপর নয়, রাষ্ট্রের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং পরাজিত শক্তির সব অপচেষ্টা ব্যর্থ হবে। ফ্যাসিস্টরা আর কোনোদিন বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মঙ্গলবার মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জোগায়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহিদ ও বীর যোদ্ধাকে স্মরণ করেন।
তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের কারণে এক সময় স্বাধীনতার চেতনা ম্লান হয়ে পড়লেও জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আবারও বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার, বিচার কার্যক্রম এবং একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ভাষণে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়; বরং রাষ্ট্রের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আহত হাদির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় দেখিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তার শারীরিক অবস্থা সবার জন্যই উদ্বেগের। সরকার তাঁর চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
ভাষণে তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং তা হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। জনগণের ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে তিনি মন্তব্য করেন।
ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানান।









