গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হন ফারুক আহমেদ। সম্প্রতি নানা রকম নেতিবাচক আলোচনায় এসেছে তার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে ভেড়াচ্ছে ফ্যাসিজমের সঙ্গে জড়িত আছেন আছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে আসা আসা এসব অভিযোগ খণ্ডন করেছেন তিনি। জানিয়েছেন নিজের অবস্থান। বলেছেন, ফ্যাসিস্টদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই।
শনিবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকার করেছেন বিসিবি সভাপতি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জের একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে সংশ্লিষ্টতা, বিসিবির টাকায় তাকে হোটেলে রাখার অভিযোগ উঠেছে ফারুক আহমেদের বিরুদ্ধে। বিষয়টি বানোয়াট বলে দাবি করেছেন ফারুক। বলেছেন, ‘এসব বানানো। আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে আমার, তাহলে কিন্তু আমি আজকে এখানে আসতাম না।’
সংবাদমাধ্যমকে সত্যটা তুলে ধরার আহবান জানিয়ে ফারুক বলেন, ‘ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আপনারা যদি সত্যিটা তুলে ধরেন, পক্ষপাতিত্ব না করেন, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত যেন হতে পারি।’
গঠনমূলক সমালোচনাকে সাদরে আমন্ত্রণ জানিয়েন বিসিবি সভাপতি। বলেছেন, ‘আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি- যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা গ্রহণযোগ্য। কিছু বিষয় প্রয়োজন ছাড়া করা হয়। না করলে ভালো। তাতে মূল ফোকাস সরে যায়। দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানকার ত্রুটি তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।’









