শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সারাদেশ যখন ক্ষোভে উত্তাল, তখন বিষয়টি নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ও কড়া ভাষার পোস্টে তিনি এই ঘটনাকে ‘চলমান খুনের জুলাই’-এর অংশ হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
ফারুকী তার পোস্টে লেখেন, জুলাই মাসে শত শত স্বাধীনতাকামী মানুষকে হত্যার পরও খুনিরা থেমে নেই। দেশ ছেড়ে পালিয়েও তারা হত্যার হুমকি দিচ্ছে এবং খুন চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, এটি একটি চলমান ‘খুনের জুলাই’। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আক্রমণ ও রেটোরিকের লড়াইকে তিনি বিপজ্জনক বলে মন্তব্য করেন।
তিনি সতর্ক করে বলেন, আমাদের অনৈক্যই খুনিদের সবচেয়ে বড় শক্তি।
এই প্রেক্ষাপটে এখনই সময় ‘ঘন হয়ে আসার, গোল হয়ে আসার’-এমন আহ্বান জানান ফারুকী। তার মতে,“এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়াতো দূরের কথা, কোনো অনুশোচনা বোধ করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার- ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়। ”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বিনয়ের সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেন,“রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সাথে একটু খেয়াল করিয়ে দিতে চাই- আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন, মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের লম্বা পথ। বি ওয়াইজ। অ্যাক্ট রেসপন্সিবলি। অ্যান্ড প্রটেক্ট দ্য ভেরি স্পিরিট অব জুলাই। লং লিভ বাংলাদেশ।”
পোস্টের শেষাংশে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির প্রতিও স্পষ্ট বার্তা দেন। ফারুকী লেখেন, “জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন ব্যক্তি নন- হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।”









