Advertisements
নড়াইলে কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠেছে অমৌসুমে তরমুজ চাষ। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ঘেরের পাড়সহ সমতল ভূমিতে এখন তরমুজ চাষ হচ্ছে। বাজারেও চাহিদা থাকায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিস্তারিত নন্দীতা বোসের রিপোর্টে।








