Advertisements
অধিক উৎপাদনের আশায় উন্নতজাতের আলুবীজ কিনে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অর্ধ শতাধিক কৃষক। নিম্নমানের আলুবীজ রোপনের এক মাস পরও কোন চারা গজায়নি, কোথাও কোথাও গাছ উঠলেও তা কুকড়ে মরে যাচ্ছে বলে অভিযোগ চাষিদের। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।






