Advertisements
মেহেরপুরের মাটি নানা ধরনের সবজি চাষের উপযোগী হওয়ায় বছরজুড়ে চাষ হয় ফুল ও বাঁধাকপি। এবছরও গ্রীষ্মকালীন কপি চাষ হয়েছিলো। তবে তীব্র গরম ও অতিবৃষ্টির কারণে কপি চাষে লোকসান গুণেছেন চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন কপি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।








