Advertisements
সুনামগঞ্জের জামালগঞ্জের মান্নানঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত মাঠজুড়ে সবজির ভালো ফলন হয়েছে। শীতকালীন এসব ফসল ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। মাঠে নিড়ানি দেয়া, কিটনাশক ছিটানো, আগাছা পরিষ্কারসহ নানা কাজে ব্যস্ত তারা।








