Advertisements
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ক্ষতিকর তামাক চাষ বাদ দিয়ে নানা জাতের ফল উৎপাদন করছেন কৃষক। উপজেলার বারুইপাড়া ও মালিহাদসহ কয়েকটি ইউনিয়নের আবাদি জমিতে তামাকের পরিবর্তে উচ্চফলনশীল কুলসহ মিশ্র ফলের বাগান সবার দৃষ্টি কাড়ছে। বাজারে ফলের দাম ভালো হওয়ায় কৃষকের জীবনে স্বচ্ছলতা এসেছে।






