“কাজের মাধ্যমে সবসময় নিজেকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভাবি কীভাবে নিজের ব্যাপ্তী আরও বাড়ানো যায়। আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা।”
কথাগুলো তাসনিয়া ফারিণের। তিনি আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ইনসাফ ছবিতে অভিনয় করেছেন। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ ছবিতে ফারিণের বিপরীতে আছেন শরিফুল রাজ। সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত থেকে তাসনিয়া ফারিণ বলেন, আমার ধ্যান জ্ঞান থাকে ভালো কাজ করার। ইনসাফ তেমনই একটি সিনেমা। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইনসাফ দেখলে দর্শক বুঝবেন।
এর আগে কলকাতায় ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশে ‘ফাতিমা’য় অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এবার পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা ‘ইনসাফ’ করলেন। ফারিণ বলেন, ইচ্ছে আছে এবার অনেক সিনেমা করবো, ইনসাফ করে থেমে যাবো না।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ইনসাফ ভালো লাগলে একজনকে বলবেন, খারাপ লাগলে ১০জনকে বলবেন।
ইনসাফের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শরিফুল রাজ। তিনি বলেন, ভালো সিনেমা করতে চাই। ইনসাফের সেই চেষ্টার কমতি ছিল না। আমি কেমন করেছি সেটা দর্শক বলবে। দর্শকদের মতামতের অপেক্ষায় রইলাম। তবে ফারিণের সঙ্গে কাজ করে আমি ইমপ্রেসড।
ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷ আসন্ন ঈদে এই সিনেমাটি ২০ থেকে ২৫ টি সিনেমা হলে মুক্তির পেতে পারে৷









