অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাতিমা’ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো-তে মুক্তি পাচ্ছে—এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ধ্রুব হাসান।
এই আবেগঘন ও চিন্তাশীল চলচ্চিত্রটি গত বছর ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়, যেখানে ফারিণ তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে। নারীর অতীত ও বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার জটিল মিশ্রণে নির্মিত ‘ফাতিমা’ একটি হৃদয়ছোঁয়া ও ব্যক্তিগত গল্প ফুটিয়ে তুলেন নির্মাতা।
প্রথমে ছবিটির নাম ছিল ‘দাহকাল’। এই নামেই চিত্রায়ন শুরু হয়েছিল, পরে এর নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ রাখা হয়। ফারিণের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পন্থা কানাই এবং মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
ছবিটির নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লেগেছে আট বছর। এ প্রসঙ্গে ফারিণ বলেন,“প্রায় আট বছর পর যখন পরিচালক জানালেন যে তিনি ছবিটি শেষ করতে যাচ্ছেন, তখন আমি বিস্মিত হয়েছিলাম। কিন্তু ‘ফাতিমা’ সম্পূর্ণ হওয়া, মুক্তি পাওয়া এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া—এটা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এখন এটি ওটিটিতে মুক্তি পাচ্ছে, এটাও আমার জন্য বড় খুশির খবর।”
ছবিটি এরআগে ২০ ফেব্রুয়ারি ওটিটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, অনির্দিষ্ট কারণে তা স্থগিত করা হয়েছিল। এবার সব দর্শক চাইলেই ‘ফাতিমা’ দেখতে পারবেন ঘরে বসেই।










