তাসনিয়া ফারিণের এক হাতে গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। আবেদনময়ী লুকে তিনি পরে আছেন খয়েরী রক্তের গ্লামারস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।
রবিবার (১১ মে) সন্ধ্যায় প্রকাশিত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ছবির প্রকাশিত পোস্টারটি ছিল এমন। পোস্টারে ফারিণকে দেখে অনেকের চোখ আটকে গেছে। পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’
মূলত, পোস্টারটিতে একসঙ্গে ভালোবাসা ও ভয়াবহতার ইঙ্গিত দিয়েছেন ছোটপর্দার এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিণ।
২০২২ সালে কলকাতার ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। গেল বছর ‘ফাতিমা’ নামে বাংলাদেশের একটি ভিন্ন ধাঁচের গল্পের ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
‘ইনসাফ’র মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী।
‘ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। সঞ্জয় বলেন, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।
তিনি বলেন, এখানে দেশি ফাইট ডিরেক্টর, টেকনিশিয়ান সবই দেশি। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুর সব লোকেশনে শুটিং করছি। আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন দেশে রেখেছি। আমার ধারণা, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিতে যেতে। ইনসাফেও আমি সেই চেষ্টা কমতি রাখিনি।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘ইনসাফ’, যেখানে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ অনেকে।









