লালনসংগীতের কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার রাতে তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাসায় ফেরেন বলে শিল্পীর পরিবারসূত্রে জানা যায়।
অসুস্থ অবস্থায় শুরুতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ শারীরিক পরিস্থিতিতে একাধিক মেডিকেল বোর্ডের অধীনে চলে তার চিকিৎসা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি বিকলজনিত রোগে ভুগছেন। সপ্তাহে তিনবার তাকে ডায়ালাইসিস করাতে হয়। এছাড়াও, তিনি রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক জটিলতায় ভুগছেন। তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন কিডনি রোগ, সংক্রমণ এবং ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
হাসপাতালের পরিচালক জানান, “ফরিদা পারভীন আপাতত ঝুঁকিমুক্ত হলেও তার শারীরিক অবস্থা এখনও নাজুক। কিডনি রোগীদের ক্ষেত্রে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে।”
চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক পোস্টে তার ছবি দিয়ে মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়, যা নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে তার পরিবার।








