চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা-বাবা, এর আগেও এমনটা বলেছেন এই নায়িকা। যৌথ জীবনে ৩৭ বছর পার করছেন নায়িকার মা-বাবা! এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন ফারিয়া।
ফারিয়া নিজের ফেসবুক পেজে মা-বাবার একটি স্থিরচিত্র শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে তারা একসঙ্গে বিবাহবার্ষিকীর কেক কাটছেন! ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তার সহকর্মীরাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বিভাগ। ইতোমধ্যে পোস্টটিতে এসেছে ৫ শতাধিক প্রতিক্রিয়া।
ছবির সঙ্গে নুসরাত ফারিয়া লেখেন,“তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসাথে পথচলা, যত ঝড়-ঝাপটা আসুক, তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।”
এরপর ফারিয়া লিখেন,“তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।”
নুসরাত ফারিয়া শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটান প্রায়ই! এবারের এই পোস্টও তারই আরেক উজ্জ্বল দৃষ্টান্ত।









