নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে সরকার প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, এ ধরনের নির্বাচন দেশের অস্থিরতা বাড়াবে এবং হানাহানি সৃষ্টি করবে।
শনিবার (৪ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দাবি করেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে সম্ভব।
তিনি অভিযোগ করেছেন, সরকার অর্ধেক জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে ভোটের ব্যবস্থা করছে, যা এক ধরনের প্রহসনের সামিল।
জি এম কাদের আরও বলেন, এ ধরনের নির্বাচন দেশের জন্য হানিকারক হবে। এতে রাজনৈতিক অস্থিরতা এবং সমাজে উত্তেজনা বৃদ্ধি পাবে।
তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, তারা সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে।









