একসময় ব্রাজিল ও চেলসির হয়ে আলো ছড়ানো উইলিয়ান এখন খেলছেন জন্মভূমির ক্লাব করিন্থিয়ান্সে। ছোটবেলার ক্লাবে ফিরে সেরাটা অবশ্য দিতে ব্যর্থ হয়েছেন। যার জেরে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দিয়েছেন এক সমর্থক। তদন্তের পর যাকে গ্রেপ্তার করেছে সাও পাওলো পুলিশ।
ভিডিও বার্তায় উইলিয়ানকে খুনের হুমকি দিয়েছিলেন করিন্থিয়ান্সের ওই সমর্থক। বলেছিলেন, ‘হয় ভালোবাসার জন্য খেল, না হলে প্রাণের ভয়ে খেল।’ বার্তার সাথে ছুরি ও বুলেটের ছবিও পাঠান সেই সমর্থক। হুমকি পেয়ে সাও পাওলোর পুলিশের কাছে অভিযোগ জানান তারকা উইঙ্গার।
চেলসির সাবেক তারকার মতে শুধু তিনিই নন, স্ত্রী ও দুই যমজ কন্যাও হুমকির মধ্যে আছেন। অভিযোগ পেয়ে দেরি করেনি পুলিশ। বারা ফান্দার বিশেষ ফোর্স তদন্তে নামে। খুব দ্রুতই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, ২১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার সিজার সাদ বলেছেন, ‘অনুশীলনে বা স্টেডিয়ামে খেলোয়াড়ের কাছ থেকে ভালো পারফরম্যান্স দাবি করাটা স্বাভাবিক। কিন্তু হুমকি দেয়া মেনে নিতে পারে না পুলিশ। খেলোয়াড়ের মেয়েদের স্কুলে যাওয়ার হুমকি কিংবা বাসার ঠিকানা উল্লেখ করে হুমকি দেয়া মেনে নেয়া যায় না। এটা অপরাধ।’
ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো লিগের চলতি মৌসুমে এপর্যন্ত শীর্ষেই আছে করিন্থিয়ান্স। শেষ পাঁচ ম্যাচে দুই ড্র ও এক হারে সমর্থকেরা সন্তুষ্ট নন। উইলিয়ানের মতো হুমকি পেয়েছেন অন্য ফুটবলাররাও। আর কারা হুমকি পেয়েছেন সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।









