শিশু সাহিল খন্দকার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। গতকাল বুধবার রাত থেকে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির করেও কোনো খবর পাচ্ছেন না সাহিলের।
সাহিল মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে সপ্তম শ্রেণীতে অধ্যায়ণরত। তার বাবার নাম আব্দুল খালেক খন্দকার।
সাহিলের বাবা জানান, উত্তরার তুরাগ দিয়াবাড়ি সেকশনে নিজের বাসা থেকে রাত ৯টায় সাহিল বের হয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।
সাহিলের সন্ধান পেলে তার বাবা আব্দুল খালেক খন্দকারের নাম্বারে ০১৩০৯৭৭০০৪০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।









