Advertisements
ব্রিটিশ পার্লামেন্টে রাজা হিসেবে প্রথম ভাষণ দেওয়ার পর স্কটল্যান্ডের এডিনবরায় পৌঁছে মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সপরিবারে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাজা চার্লস। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রানির মরদেহ মঙ্গলবারও দিনের কিছু সময় পর্যন্ত সেখানে রাখা হবে। এরপর তাঁকে বহনকারী কফিন নেওয়া হবে লন্ডনে। রাজকীয় নানা আনুষ্ঠানিকতা শেষে ১৯শে সেপ্টেম্বর রানির শেষকৃত্য হবে।






