পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে সিজন ২ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনা করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বঙ্গ। তারা জানান, শিগগির এর সিজন ২ আসছে। এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
অনুষ্ঠান আয়োজকরা জানান, এবারের সিজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এনটিভি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
নতুন সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন,‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। সিজন ২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারাদেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সাথে হাসতে এবং একসাথে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বঙ্গোর সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, বঙ্গর প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ আবার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা সব সময় এমন অনুষ্ঠান বানাতে চেয়েছি যা একটি পরিবারকে একত্রিত করে। আমাদের লক্ষ্য শুধু সবাইকে টিভি পর্দার সামনে বসানো নয়, বরং পরিবারের সবাই যেন একে অপরের পাশে বসে একসাথে হাসতে পারে এবং মুহূর্তগুলো উপভোগ করতে পারে।
সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে সিজন-১ ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে। সিজন ১-এর সবগুলো পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে। দর্শকরা চাইলেই সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো আবারও উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন কেন শো-টি এত সাড়া ফেলেছিল। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ একবার দর্শকদের মন জয় করেছে — এবং এটি আবারও মন জয় করতে প্রস্তুত। এই লড়াই চলবে।
প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো-টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। অনুষ্ঠানে ছিল দারুণ প্রতিযোগিতা, অনেক আবেগের মুহূর্ত আর পরিবারের সবার মাঝে মজার সব খুনসুটি। শো-তে ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়েছে।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)



