এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৫ উইকেটের হার দেখেছে পাকিস্তান। আগে ব্যাট করে বাবর-রিজওয়ানের ধীরগতির ব্যাটিংয়ে ১২০ বলের ক্রিকেটে ১৫০ রানও জমাতে পারেনি পাকিস্তান। দিন শেষে যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। দলটির ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কথাও উঠে গেছে জোরেশোরে। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার ও ভারতের সাবেক ব্যাটার রবিন উথাপ্পাও সেই দলে।
টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তোলায় মনোযোগী হতে হয় ওপেনারদের। সেখানে পাকিস্তানের দু’জনেই কিছুটা সময় নিয়ে বড় শট খেলায় মনোযোগী হন। যা বড় সংগ্রহ গড়ায় প্রধান বাধা বলে মনে করছেন উথাপ্পা। ফখর জামানকে ওপেনিংয়ে এনে রিজওয়ান কিংবা বাবরকে তিনে নামানোর পক্ষে তিনি।
‘পাকিস্তান রিজওয়ান ও বাবরের উপর খুব বেশি নির্ভরশীল। যেকোনো দল তাদের আলাদা করতে চাইবে। ফখর জামানকে উপরে পাঠানো যেতে পারে। বাম-ডান ব্যাটিং সমন্বয় হবে তাতে। বোলারদের ভিন্ন কোণে বোলিং করতে হবে। বাবর বা রিজওয়ানকে ৩ নম্বরে নামিয়ে আনলে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। কেউ আউট হয়ে গেলেও এক প্রান্ত ধরে রাখতে পারবে অপরজন।’
২০১৬ সাল থেকে তিন বছরের বেশি সময় পাকিস্তান দলের কোচ ছিলেন মিকি আর্থার। উথাপ্পার সাথে একমত তারও। বর্তমান ও তার সময়ের দলের মধ্যে পার্থক্যের কথাও তুলে ধরেছেন আর্থার।
‘আমাদের বেশ ভালো একটি দল ছিল। সেই দল এবং এই দলের মধ্যে পার্থক্য হল মাঝখানে আমাদের মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক ছিল। আমার মনে হয় বাবর ও রিজওয়ানকে আলাদা করা উচিত। ফখর বিভিন্ন জায়গায় বল মারতে পারেন। সে বোলারদের হতাশ করতে পারবে ওপেনিংয়ে নামলে। একই সাথে তাতে বাম-ডানও থাকছে। তবে এই দলটি বেশ তরুণ। যখন শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলবেন, তখন লড়াই করা কঠিন।’
সবশেষ ২০১১ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে এপর্যন্ত ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে পাকিস্তান। তবে যে তিনটিতে হেরেছে সেখানে সবগুলো ম্যাচেই আগে ব্যাট করেছে বাবর আজমের দল। ফলে প্রথম ইনিংসে ব্যাট করার কোনো সঠিক পরিকল্পনা আছে কিনা পাকিস্তানের সে ব্যাপারে নিশ্চিত নন উথাপ্পা।
‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সঠিক পরিকল্পনা আছে পাকিস্তানের। তবে আমার মনে হয় না তারা প্রথমে ব্যাটিং করার সঠিক কোনো পরিকল্পনা বের করতে পেরেছে। তাদের প্রথম ছয় ওভারের জন্য একটি প্যাটার্ন আছে, এরপর তারা অনুসন্ধান করছে। সত্যিই নিশ্চিত নই যে তারা কী করছে। তাদের দেখে মনে হচ্ছে অন্ধকারে ব্যাট চালাচ্ছে। তারা আসলেই প্রথমে ব্যাট করতে পারেনি। প্রথমে ব্যাট করার সঠিক পরিকল্পনা করতে পারেনি বলেই আমার মনে হয়।’







