কিছু দিন আগে বিশ্বব্যাপী মাইক্রোসফ্ট বিভ্রাটের দায় স্বীকার করে একটি টুইট করেছিলেন ক্রাউডস্ট্রাইক কর্মী পরিচয়ে এক ‘ভুয়া’ কর্মী। এই একই ব্যক্তি ফ্রান্সের রেল নেটওয়ার্ক বিভ্রাটের ক্রেডিট নিয়ে আবারও সামনে এসেছে।
রোববার (২৮ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিনসেন্ট ফ্লিবাস্টিয়ার নামের এক ‘ভুয়া’ ক্রাউডস্ট্রাইক কর্মী ফ্রান্সের রাজধানী প্যারিস ঘিরে রেলব্যবস্থায় হামলা তথা রেল নেটওয়ার্ক বিভ্রাটের ক্রেডিট নিতে চায়।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গত শুক্রবার ভোররাতে রেলব্যবস্থায় বড় ধরনের হামলার ঘটনা ঘটে। হামলায় রাজধানী ঘিরে তিন অঞ্চলের রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে দ্রুতগতির বেশির ভাগ ট্রেন।
এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) বিশ্বজুড়ে প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস অচল হয়ে পড়লে এয়ারলাইন, স্বাস্থ্যসেবাসহ স্থবিরতা নেমে আসে গুরুত্বপূর্ণ অনেক সেক্টরে। সারা বিশ্বে ৯ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। এমনকি লন্ডন স্টক এক্সচেঞ্জও বাদ পড়েনি উইন্ডোজ বিভ্রাটের প্রভাব থেকে।

মূলত, ম্যালওয়ার এবং সাইবার হামলা ঠেকানোর জন্য বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত ক্রাউডস্ট্রাইক টুল ব্যবহার করেন। কিন্তু তাদের একটি অটোমেটিক আপডেটের ত্রুটির কারণেই বিশ্বব্যাপী এত বড় একটি বিপর্যয় দেখা দিয়েছিল। কম্পিউটারের পর্দা নীল হয়ে যাওয়া যাকে বলা হয় ‘ব্লু স্ক্রিন অব ডেথ’, এ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘রিকভারি বুট লুপ’।
বিভ্রান্তিকর ওই মুহূর্তে ভিনসেন্ট ফ্লিবুস্টিয়ার নামের এই ‘ভুয়া’ ক্রাউডস্ট্রাইক কর্মী একটি টুইট করেন। ভিনসেন্ট ক্রাউডস্ট্রাইক অফিসের বাইরে নিজের একটি এআই-জেনারেটেড ছবি ব্যবহার করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রাউডস্ট্রাইক-এ প্রথম দিন, একটু আপডেট দিয়ে দুপুরের ছুটি নিয়েছিলাম।’
একইভাবে ফ্রান্সে অগ্নিসংযোগের পর দ্রুত আরেকটি পোস্ট করেন ভিনসেন্ট ফ্লিবুস্টিয়ার। এবার তিনি ‘সোসাইট ন্যাশনাল ডেস কেমিন্স দে ফের ফ্রাঙ্কাইস’ এর একটি পোস্টারের সামনে এআই-জেনারেটেড ছবি ব্যবহার করে পোস্টটি করেন।আর লিখেন, ‘এসএনসিএফ-তে আমার নতুন চাকরির প্রথম দিন, ফায়ার অ্যালার্ট সিস্টেমে একটু আপডেট করেছি, এখন আমার বিকেলের ছুটি।’ ঠিক অগ্নিসংযোগের কিছুক্ষণের মধ্যে ছবিটি পোস্ট করায় এটি আবারও ভাইরাল হয়ে যায়।









