বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
৫ জুন বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সন্মেলনে তিনি বলেন, প্রতারকচক্র আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এআই প্রযুক্তির মাধ্যমেও তাদের ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে ।
রিজভী অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি তৈরির জন্য এমন মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।
বিষয়টি নিয়ে জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।









