নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় না, বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ধানমন্ডিতে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি ও টিআইবির আয়োজনে ইলেকশন ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা ওপর জোর দিতে হবে।
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকে প্রশাসনে আছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্বলতা মাথায় নিয়ে কাজ করে যেতে হবে।









