সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশের বিনিয়োগ স্থবির। বিনিয়োগ চাঙ্গা করতে হলে এবং একটি নিশ্চিত অবস্থানের জন্য সুষ্ঠু নির্বাচন জরুরি।
শনিবার ৩০ আগস্ট একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিগত তথ্য উপাত্তের স্পষ্টতা আনা জরুরি। দেশের বিনিয়োগ স্থবির। বিনিয়োগ চাঙ্গা করতে হলে এবং একটি নিশ্চিত অবস্থানের জন্য সুষ্ঠু নির্বাচন জরুরি।
তিনি আরও বলেন, আর্থিক খাতের সংস্কারগুলো চালিয়ে যেতে হবে। এলডিসি গ্রাজুয়েশন হলে পোশাকখাতে নেতিবাচক প্রভাব পড়বে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ জন্য প্রস্তুতি নিতে হবে।









