মার্চে হতে চলা এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজা চৌধুরীর মতো প্রথমবার দলে জায়গা করে নিয়েছেন ইতালি প্রবাসী ১৮ বর্ষী এক ফুটবলার, নাম ফাহমিদুল ইসলাম। প্রাথমিক দল ঘোষণার পরই প্রথমবার আলোচনায় তার নাম।
ফরোয়ার্ডের তালিকায় নাম আসা ফাহমিদুল খেলেন ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে। তার জন্ম বাংলাদশের ফেনীতে হলেও নাগরিকত্ব ইতালির। ট্রান্সফার ডটকমের তথ্যমতে, ওলবিয়া ক্যালসিও ইতালির চতুর্থ সারির লিগ বা সিরি ডি‘র ক্লাব। লিগে দলটির অবস্থান ১৩তে।
ফাহমিদুলকে খুঁজে পাওয়া প্রসঙ্গে বাফুফে’র মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘দল মূলত বাংলাদেশের কোচ দেয়, তিনি খুঁজে বের করেছেন এ খেলোয়াড়কে। ফাহমিদুল বাংলাদেশি প্রবাসী ফুটবলার, যিনি সিরি ডি’তে খেলেন। বাফুফে’র এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, কোচ তাকে পছন্দ করেছে। তাকে ডাকা হয়েছে এবং তিনি আসবেন এবং ক্যাম্পে যোগ দেবেন। যদি তিনি পারফর্ম করেন এবং কোচ যদি প্রাইমারী স্কোয়াডে রাখেন তাহলে দলের সাথে থাকবেন।’
বাংলাদেশের নাগরিকত্ব নেয়ার পর প্রথমবার দলে ডাক পেয়েছেন ইংল্যান্ড নিবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। ২৭ বর্ষী তারকা মিডফিল্ডার বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। কদিন আগে প্রিমিয়ার লিগের লেস্টার সিটি থেকে ধারে গেছেন সেখানে।
২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ৩৮ জনের মধ্যে বসুন্ধরা কিংসের সর্বাধিক ১৪ জন ফুটবলার রয়েছেন। ঢাকা আবাহনীর রয়েছে ৮ জন, মোহামেডানের ৬ জন খেলোয়াড় আছেন।









