২৫ মার্চ হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দলে নাম দিয়ে উঠে এসেছিল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের নাম। হামজা চৌধুরীর মতো প্রথমবার তিনিও দলে জায়গা করে নেন। এরপর সৌদি আরবের অনুশীলন ক্যাম্পের পর ইতালি ফিরে গেছেন এ খেলোয়াড়। কিন্তু দেশের ফুটবল অঙ্গনে ভক্তদের মনে দিয়ে গেছেন একগাদা প্রশ্ন।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলন করেছে। সেখানে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার কাছে প্রশ্ন রাখা হয়েছিল দল থেকে বাদ পড়া ফাহমিদুলকে আপাতত দলে দেখা যাবে কি না? এমন প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, এখন তাকে ফেরানো সম্ভব না। তবে বাংলাদেশের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন তাকে।
ফাহমিদুল দলে যোগ হচ্ছে কি না এমন প্রশ্নে ক্যাবরেরা বলেন, ‘না, আপাতত আর তার দলে ফেরানোর সুযোগ নেই। সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার জন্য অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’
ফাহমিদুল প্রসঙ্গে প্রশ্ন গিয়েছিল অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছেও। তিনি কোচের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘সে আসলে ভালো অনুশীলন করেছে আমাদের সাথে। একজন খেলোয়াড় ভালো হতে পারেন, আবার খারাপও হতে পারেন। তবে কোচ বলছেন সে এখনও খেলার জন্য প্রস্তুত নয় এবং আমাকে তার সেই সিদ্ধান্তে সম্মান জানাতে হবে।’
ফাহমিদুলকে খুঁজে পাওয়া প্রসঙ্গে বাফুফের থেকে জানানো হয়েছিল, ‘বাংলাদেশের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা ফাহমিদুলকে খুঁজে বের করেছেন। তিনি বাংলাদেশি প্রবাসী ফুটবলার, যিনি সিরি ডি’তে খেলেন। তাকে ডাকা হয়েছে এবং তিনি আসবেন এবং ক্যাম্পে যোগ দেবেন। যদি তিনি পারফর্ম করেন এবং কোচ যদি প্রাইমারী স্কোয়াডে রাখেন তাহলে দলের সাথে থাকবেন।’
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।








