ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলির নিন্দা জানিয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে একথা বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতারাই ওসমান হাদির ওপর গুলি করেছে। ওসমান হাদী নিরাপত্তাহীনতা বোধ করার পরও অন্তর্বর্তীকালীন সরকার কোন ব্যবস্থা নেয়নি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করছে
এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।









