সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে ভোগান্তির মুখে পড়েছেন। অনেকেই অভিযোগ করছেন, লগইনের সময় একটি ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ বার্তা দেখাচ্ছে।
সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, বিভ্রাটটি শুরু হয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৪টা ৩০ মিনিট নাগাদ। ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুক অ্যাপে লগইন করতে এবং ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে গিয়ে নানা ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সার্ভিস মনিটরিং সাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে: “ব্যবহারকারীদের রিপোর্টে ফেসবুকে সম্ভাব্য সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”
একজন ব্যবহারকারী এক্স-এ লিখেছেন, “দারুণ! ফেসবুকে লগ ইন করা যাচ্ছে না। মনে হচ্ছে এটি ডাউন। আর কারো কি একই সমস্যা হচ্ছে?”
ডাউন ডিটেক্টর এর পরিসংখ্যান অনুযায়ী, সমস্যার শিকার ৪৬ শতাংশ ব্যবহারকারী ফেসবুক অ্যাপের মাধ্যমে লগইন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ওয়েবসাইটের মাত্র ২২ শতাংশ ব্যবহারকারী একই সমস্যার মুখোমুখি হয়েছেন।
তবে, অনেক ব্যবহারকারী এক্স-এ জানিয়েছেন যে, তারা কোনো সমস্যা ছাড়াই ফেসবুকে প্রবেশ করতে পারছেন। ফলে ধারণা করা হচ্ছে, এই সমস্যা নির্দিষ্ট কিছু অঞ্চলেই সীমাবদ্ধ।
ডাউন ডিটেক্টরের লাইভ ম্যাপে দেখা যাচ্ছে, যুক্তরাজ্য-জুড়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে। তবে, যুক্তরাষ্ট্র থেকেও অনেকে একই ধরণের সমস্যার কথা জানিয়েছেন।
এখন পর্যন্ত মেটা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।









