সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।
স্পেনের মেলটিও নামে এক কোম্পানি এমন থ্রিডি প্রিন্টার বানিয়েছে যা দিয়ে শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি সম্ভব হচ্ছে। এমন কি লেড মেশিন দিয়ে বিমানের ইঞ্জিন তৈরির কাজটি এখন এখন থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করা সম্ভব।
মেলটিও কোম্পানির এক কর্মকর্তা লুকাস হোপে৷ বলেন, আমরা এমন একটি মেশিন বানাতে চেয়েছগি যাতে সহজেই শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি সম্ভব। আমাদের তৈরি এই মেশিনে শুধু প্রয়োজনীয় উপাদান প্রবেশ করে মেশিনের মুখটা বন্ধ করে দিলেই যন্ত্র নিজেই তৈরি হবে।
এখন পর্যন্ত প্রায় ৩০০টির বেশি এই থ্রিডি প্রিন্টার ব্যবহার বিক্রি হয়েছে যার একটির দাম প্রায় ২ লাখ ইউরো।
লুকাস হোপে৷ বলেন, আজকাল ক্রেতারা নিজস্ব যন্ত্রাংশ তৈরি করতে চায়৷ এক্ষেত্রে সমাধান হলো প্রিন্টিং৷ তবে এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। একটি যন্ত্রাংশ তৈরি করতে সর্বোচ্চ ২০ ঘণ্টা লাগে। অবশ্য এই প্রিন্টার দিয়ে এখন পর্যন্ত সব ধাতু ও আকারের যন্ত্রাংশ তৈরি সম্ভব না।









