ইংলিশ ফুটবলে ট্রেবল জয়ের পথে থাকা ম্যানচেস্টার সিটির সামনে বড় বাধা তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের ফাইনালে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হবে।
ম্যানসিটি ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। চলতি মৌসুমে ট্রেবল জয় থেকে পেপ গার্দিওলার দল আর মাত্র দুই জয় দূরে অবস্থান করছে। তবে প্রতিপক্ষকে মোটেও ছেড়ে দেয়ার পাত্র নয় ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান থেকে মৌসুম শেষ করা রেড ডেভিলরা মৌসুমের শেষটা জয়ের রঙে রাঙাতে চায়।
ইতিহাস ও পরিসংখ্যান বলছে, ১৯০তম ম্যানচেস্টার ডার্বি মাঠে গড়ানোর আগে জয়ের হিসাবে এগিয়ে ইউনাইটেড। রেড ডেভিলরা জিতেছে ৭৮ বার। সিটির জয়ের সংখ্যা ৫৮টি। বাকি ৫৩ ম্যাচ হয়েছে ড্র।
এফএ কাপে নয়বারের দেখায় ছয়বারই জিতেছে ম্যান ইউনাইটেড, বাকি তিনবার সিটি। ১৯২৬ ও ২০১১ সালে সেমিফাইনালে দল দুটি প্রতিদ্বন্দ্বিতা করে। দুইবারই জয়ের হাসি নিয়ে ইউনাইটেড মাঠ ছেড়েছিল। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম তারা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।
সাম্প্রতিককালে শক্ত, সামর্থ্য ও পারফরম্যান্সের বিচারে ইউনাইটেডের চেয়ে অনেকটাই এগিয়ে ম্যানসিটি। তবে এফএ কাপ ওল্ড ট্রাফোর্ডের দলটির জন্য বেশ পয়মন্ত। ১২ বার ট্রফি জয়ের আনন্দে রেড ডেভিলরা মেতেছে। বিপরীতে সিটি জিতেছে তাদের অর্ধেক, মোট ছয়বার।







