এফএ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাসে প্রথমবার টানা দুই আসরে শিরোপার মঞ্চে লড়বে দুই নগর প্রতিদ্বন্দ্বী। গত মৌসুমেও এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দলদুটি।
ওয়েম্বলিতে শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় গড়াবে ম্যানচেস্টার ডার্বি। ম্যাচটি দিয়ে পর্দা নামবে ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ ক্লাব প্রতিযোগিতার।
টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার অপেক্ষায় পেপ গার্দিওলার দল। গতবছর রেড ডেবিলদের হারিয়ে শিরোপা জিতেছিলো ম্যানসিটি। এবারও সেই ধারা অব্যাহত রাখতে পারলে এফএ কাপের অষ্টম শিরোপা স্পর্শ করবে সিটিজেনরা। অন্যদিকে ১৩তম শিরোপা জয়ের অপেক্ষায় ইউনাইটেড। ২০১৫-১৬ মৌসুমে সবশেষ শিরোপা ঘরে তুলেছিল ক্লাবটি।
টানা চার আসরে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে দুর্দান্ত ফর্মে আছে সিটিজেনরা। তবে ইনজুরির কারণে গোলকিপার এডেরসনকে পাচ্ছে না কোচ গার্দিওলা। তবে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া ফিল ফোডেন, তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে নিয়ে এগিয়ে থাকবে ম্যানসিটি। ভালো অবস্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করতে না পারলেও মৌসুমের একমাত্র শিরোপা ঘরে তুলতে সিটিকে ছাড় দেবে না এরিক টেন হাগের দল।








