তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক (গ্যাস) বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও ৬৩ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
সোমবার (১ জুলাই) সংবাদ সংস্থ এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিম তুরস্কের শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে আশপাশের রাস্তাসহ এলাকাটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে। পাশে থাকা বেশ কয়েকটি ভবনেরও ক্ষতি হয়েছে। এছাড়া বিস্ফোরণে একটি বাড়ি আংশিকভাবে ভেঙেও পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে। এসময় তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।









