সুইজারল্যান্ডের বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রাঁস-মন্টানায় বর্ষবরণ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ‘লে কনস্টেলেইশন’ নামের একটি পানশালায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই সেখানে আগুন ধরে যায় বলে সুইস গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। বিস্ফোরণের সময় সেখানে নতুন বছরের আগমন উপলক্ষে অনুষ্ঠান চলছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা ভিডিও ফুটেজে পানশালাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। সুইস গণমাধ্যম ব্লিক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার সময় পানশালাটিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত নিহতদের সুনির্দিষ্ট সংখ্যা বা তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা এবং তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ঘটনার পর জরুরি পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী পরিষেবার কর্মীরা মোতায়েন রয়েছেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই স্থানের আকাশসীমায় সাময়িকভাবে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে ধারণা করা হয়েছে, মঞ্চে আগুন ও ধোঁয়ার বিশেষ প্রভাব তৈরিতে ব্যবহৃত পাইরোটেকনিক্স থেকে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।









