বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনের আরো শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ আশা করছে বাংলাদেশ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এখনও একজন রোহিঙ্গাও ফিরে যায়নি যা দুঃখজনক।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চীনের সম্পর্ক, ভবিষ্যত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন মরার ওপর খাঁড়ার ঘা। মানবিক প্রেক্ষাপটে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শুধু অর্থনৈতিকভাবেই নয়, পরিবেশ এবং আইনশৃংখলার ক্ষেত্রেও বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে।
দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপনে ‘বাংলাদেশ-চায়না সম্পর্ক, ভবিষ্যত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে দীর্ঘসূত্রতা নিয়ে আক্ষেপ করে বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে তাদের বিনিয়োগও বিশাল অংকের। একে আরো এগিয়ে নিতে হবে। ব্যবসা-বাণিজ্যে চীনের আরো বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা।
করোনার মতো ভয়াবহ মহামারীর সময়েও চীনের নাগরিকরা কর্মস্থল ছেড়ে যাননি উল্লেখ করে বক্তারা বলেন, এজন্য সব প্রকল্প যথাযথ সময়েই শেষ হয়েছে।









