প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রবাসীরা এই উন্নয়নে সহযোদ্ধার ভূমিকা পালন করছেন।
সস্ত্রীক ওমরাহ পালন শেষে জেদ্দায় আওয়ামী লীগের ১০ সংগঠনের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসমাইল হোসাইন, অজিউল্লাহ মিয়া, আতাউর রহমান প্রমুখ। তিনি আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রবাসীদের আহ্বান জানান।









