বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে অভিনেত্রী ইয়ামি গৌতম মা হতে চলেছেন। এবার মিললো গুঞ্জনের সত্যতা। এবছরেই মা-বাবা হতে চলেছেন ইয়ামি গৌতম ও তার স্বামী আদিত্য ধর। বর্তমানে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি।
এক সূত্র খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘ইয়ামি তার গর্ভাবস্থার কথা জানতে পারার পর থেকেই অত্যন্ত আনন্দিত। সম্ভবত মে মাসে হতে চলেছে সন্তান। তার পরিবার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে।’
ইয়ামি গৌতম কিছুদিন আগে মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জিদের দেখে অপ্রস্তুত হয়ে পড়েন এবং ওড়না দিয়ে পেট ঢেকে রাখেন। এরপরেই ছড়ায় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।
এছাড়াও বেশ অনেকদিন ধরে তাকে কোনো বলিউড ইভেন্টে দেখা যায়নি। সিনেমার কাজও করছেন না। ফলে গুঞ্জন জোরালো হয়।
তবে খবরটি এখনও নিশ্চিত করেননি ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। সেই সূত্র আরও জানিয়েছেন, শিগগির খবরটি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে ভক্তদের জানাবেন অভিনেত্রী।
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (২০১৯)-এর সেটে ইয়ামি ও আদিত্যর পরিচয় হয় এবং তা প্রেমে রূপ নেয়। ২০২১ সালের ৪ জুন গাঁটছড়া বাঁধেন ত্য। বিয়ের মাধ্যমে তাদের দুই বছরের বেশি সময়ের প্রেম পরিণতি পায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস







